রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ১০৩৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা থেকে বৃহসম্পতিবার সন্ধ্যায় একটি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজসহ তারেখ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। সে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের খোকন শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, সজ্জনকান্দায় গার্লস স্কুলের পেছনে অবস্থিত চার তলা বিশিষ্ট একটি বাড়ি থেকে অস্ত্রসহ তারেককে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই বাড়িতে ভাড়া থাকতো। তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তারেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :