Dhaka ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে যৌথবাহিনীর মৎস্য অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ১০৪৬ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথবাহিনীর মা ইলিশ সংরক্ষণে মৎস্য অভিযানে গিয়ে দুইটি অস্ত্রসহ ৪ জনকে আটক হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর কাঁচরন্দ গ্রামের মোঃ আবু বক্কর মুন্সীর ছেলে জীবন মুন্সী (২০), একই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন শেখ (৩৯), পাবনা জেলার আমিনপুর থানার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫), একই থানার ঢালার চর গ্রামের মোঃ আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা (২৩)।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি অবগত করেন। এ-সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা সেনাবাহিনীর কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ নৌ ফাঁড়ির এস আই মোঃ ছগির মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মা-ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর হইতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সমগ্র দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করিয়াছে সরকার। এরমধ্যে কিছু অসাধু চক্র মৎস্য শিকার করছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালিত হয়। মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে অন্তারমোড় থেকে দেবগ্রাম ইউনিয়নের রাখাল গাছি এলাকায় একটি ট্রলারে কিছু ব্যাগ নিয়ে যাওয়া দেখায় সন্দেহ হয় তারা মাছ নিয়ে যাচ্ছে।  এমন অবস্থায় ট্রলার চেক করার সময় একটি কালো ব্যাগ সন্দেহ হলে সেটা তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও একটি বন্দুক উদ্ধার করা হয়। এবিষয়ে একটি অস্ত্র মামলা দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে যৌথবাহিনীর মৎস্য অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যৌথবাহিনীর মা ইলিশ সংরক্ষণে মৎস্য অভিযানে গিয়ে দুইটি অস্ত্রসহ ৪ জনকে আটক হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর কাঁচরন্দ গ্রামের মোঃ আবু বক্কর মুন্সীর ছেলে জীবন মুন্সী (২০), একই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন শেখ (৩৯), পাবনা জেলার আমিনপুর থানার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫), একই থানার ঢালার চর গ্রামের মোঃ আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা (২৩)।

শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি অবগত করেন। এ-সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা সেনাবাহিনীর কর্মকর্তা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ নৌ ফাঁড়ির এস আই মোঃ ছগির মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মা-ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর হইতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সমগ্র দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করিয়াছে সরকার। এরমধ্যে কিছু অসাধু চক্র মৎস্য শিকার করছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালিত হয়। মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে অন্তারমোড় থেকে দেবগ্রাম ইউনিয়নের রাখাল গাছি এলাকায় একটি ট্রলারে কিছু ব্যাগ নিয়ে যাওয়া দেখায় সন্দেহ হয় তারা মাছ নিয়ে যাচ্ছে।  এমন অবস্থায় ট্রলার চেক করার সময় একটি কালো ব্যাগ সন্দেহ হলে সেটা তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও একটি বন্দুক উদ্ধার করা হয়। এবিষয়ে একটি অস্ত্র মামলা দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।