Dhaka ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ইয়াবা উদ্ধার \ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১১০ জন সংবাদটি পড়েছেন

পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এছাড়া নিয়মিত মামলার আসামী গ্রেফতার হয়েছে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার রাত ১০টার দিকে পাংশা উপজেলার কাচারীপাড়া  থেকে ইয়ারা ট্যাবলেট সেবনকালে মাদক ব্যবসায়ী রতন প্রামানিক(৩৩) পিতা আরশেদ প্রামানিক গ্রাম কাচারীপাড়া, শেখ সাদী (২৬) পিতা শুকুর সরদার  গ্রাম হাবাসপুর (সাহাপাড়া) ও আজিজুর রহমান মঞ্জু(৪৪) পিতা মৃত কফিল উদ্দিন ,গ্রাম গঙ্গানন্দদিয়া সর্ব থানা পাংশা জেলা রাজবাড়ীদের গ্রেফতার কর হয়। এসময় আসামীদের হেফাজত থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি রাংতা কাগজ, চারটি গ্যাস লাইট, তিনটি বেøডের অধ্যাংশ ও তিনটি পাট খড়ির অংশ বিশেষ উদ্ধার করেন। আসামী রতন প্রামানিকের বিরুদ্ধে ১ টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ২টি মামলা আছে। আসামী শেখ সাদী এর বিরুদ্ধে ১ টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ২টি মামলা আছে। আসামী আজিজুর রহমান মঞ্জু এর বিরুদ্ধে ১ টি মাদক, ১টি চুরি ও ৩টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলা আছে।

অপরদিকে নিয়মিত মামলার আসামী শামীম শেখ(৪৫) পিতা রশিদ শেখ গ্রাম নটাভাঙ্গা থানা পাংশা জেলা রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ইয়াবা উদ্ধার \ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ১০:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এছাড়া নিয়মিত মামলার আসামী গ্রেফতার হয়েছে।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার রাত ১০টার দিকে পাংশা উপজেলার কাচারীপাড়া  থেকে ইয়ারা ট্যাবলেট সেবনকালে মাদক ব্যবসায়ী রতন প্রামানিক(৩৩) পিতা আরশেদ প্রামানিক গ্রাম কাচারীপাড়া, শেখ সাদী (২৬) পিতা শুকুর সরদার  গ্রাম হাবাসপুর (সাহাপাড়া) ও আজিজুর রহমান মঞ্জু(৪৪) পিতা মৃত কফিল উদ্দিন ,গ্রাম গঙ্গানন্দদিয়া সর্ব থানা পাংশা জেলা রাজবাড়ীদের গ্রেফতার কর হয়। এসময় আসামীদের হেফাজত থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি রাংতা কাগজ, চারটি গ্যাস লাইট, তিনটি বেøডের অধ্যাংশ ও তিনটি পাট খড়ির অংশ বিশেষ উদ্ধার করেন। আসামী রতন প্রামানিকের বিরুদ্ধে ১ টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ২টি মামলা আছে। আসামী শেখ সাদী এর বিরুদ্ধে ১ টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ২টি মামলা আছে। আসামী আজিজুর রহমান মঞ্জু এর বিরুদ্ধে ১ টি মাদক, ১টি চুরি ও ৩টি অন্যান্য ধারার মামলাসহ মোট ৫টি মামলা আছে।

অপরদিকে নিয়মিত মামলার আসামী শামীম শেখ(৪৫) পিতা রশিদ শেখ গ্রাম নটাভাঙ্গা থানা পাংশা জেলা রাজবাড়ীকে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।