Dhaka ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ডিবির অভিযান

নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামালসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ১০৭১ জন সংবাদটি পড়েছেন

 

বুধবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে অভিযান চালিয়ে নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামালসহ একজনকে গ্রেফতার করেছে। তার নাম বিচিত্র বিশ্বাস। সে একই গ্রামের বিকাশ রঞ্জন বিশ্বাসের ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে শ্মশানের উত্তর পার্শ্বে নকল ডিটারজেন্ট তৈরির কারখানা রয়েছে। গোপন সংবাদরে ভিত্তিতে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ও নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট প্রস্তুতের কাঁচামাল ও নকল ডিটারজেন্ট প্রস্তুত ও সিলিং প্যাকিং করারকালীন হাতেনাতে  একটি মিক্সার মেশিন, একটি ছোট সিলিং মেশিন,  একটি সিলিং প্যাকিং মেশিন, একটি ডিজিটাল পরিমাপ যন্ত্র, ৫০ কেজি ওজনের এক বস্তা লবন, ৫০ কেজি ওজনের এক বস্তা সোডা, ৫০ কেজি ওজনের লাইম ‘র’ মেটারিয়াল ৩ বস্তা, ২টি গ্যালোনে মোট ১০০ কেজি লেপছা লিকুইড, একটি লাল গামলায় রক্ষিত কালার দানা ৫ কেজি, ২৭০টি ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট, ৫০০টি ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট, ২৫ কেজি ওজনের দুই বস্তা ক্যালসিয়াম ‘র’ মেটারিয়াল, ২রিল ডিটারজেন্ট পাউডারের খালি ফয়েল পেপার, ৪ (রিল মিনি প্যাকেটের ফয়েল পেপার, একটি মাম পানির বোতলে মধ্যে রক্ষিত ২৫০ গ্রাম লেমন পারফিউম, একটি নীল রংয়ের ড্রামে ভর্তি ২৫ কেজি ওজনের ১(এক) ড্রাম সিলিকেট কেমিক্যাল, ২টি ২৫ লিটারের গ্যালোন এবং একটি ২৫ কেজি নীল রংয়ের ড্রামে ভর্তি মোট ৭৫ লিটার লিকুইড কালার, মোট ১৩২০টি ভেজাল Sarf excel ডিটারজেন্ট পাউডারের মিনি প্যাকেট, যার প্রতি প্যাকেটের ওজন ২০ গ্রাম করে ২৬ কেজি ৪০০ গ্রাম, ভেজাল এর প্রস্তুতকৃত মিশ্রিত পাউডার ৪ বস্তা, প্রতিটি বস্তায় ২৫ কেজি করে সর্ব মোট ছয় লক্ষ টাকা মূল্যের ভেজাল ও নকল প্রসাধনীসহ আসামী বিচিত্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিবির অভিযান

নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামালসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

 

বুধবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে অভিযান চালিয়ে নকল ডিটারজেন্ট তৈরির কাঁচামালসহ একজনকে গ্রেফতার করেছে। তার নাম বিচিত্র বিশ্বাস। সে একই গ্রামের বিকাশ রঞ্জন বিশ্বাসের ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে শ্মশানের উত্তর পার্শ্বে নকল ডিটারজেন্ট তৈরির কারখানা রয়েছে। গোপন সংবাদরে ভিত্তিতে এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ও নকল সার্ফ এক্সেল ডিটারজেন্ট প্রস্তুতের কাঁচামাল ও নকল ডিটারজেন্ট প্রস্তুত ও সিলিং প্যাকিং করারকালীন হাতেনাতে  একটি মিক্সার মেশিন, একটি ছোট সিলিং মেশিন,  একটি সিলিং প্যাকিং মেশিন, একটি ডিজিটাল পরিমাপ যন্ত্র, ৫০ কেজি ওজনের এক বস্তা লবন, ৫০ কেজি ওজনের এক বস্তা সোডা, ৫০ কেজি ওজনের লাইম ‘র’ মেটারিয়াল ৩ বস্তা, ২টি গ্যালোনে মোট ১০০ কেজি লেপছা লিকুইড, একটি লাল গামলায় রক্ষিত কালার দানা ৫ কেজি, ২৭০টি ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট, ৫০০টি ডিটারজেন্ট পাউডারের খালি প্যাকেট, ২৫ কেজি ওজনের দুই বস্তা ক্যালসিয়াম ‘র’ মেটারিয়াল, ২রিল ডিটারজেন্ট পাউডারের খালি ফয়েল পেপার, ৪ (রিল মিনি প্যাকেটের ফয়েল পেপার, একটি মাম পানির বোতলে মধ্যে রক্ষিত ২৫০ গ্রাম লেমন পারফিউম, একটি নীল রংয়ের ড্রামে ভর্তি ২৫ কেজি ওজনের ১(এক) ড্রাম সিলিকেট কেমিক্যাল, ২টি ২৫ লিটারের গ্যালোন এবং একটি ২৫ কেজি নীল রংয়ের ড্রামে ভর্তি মোট ৭৫ লিটার লিকুইড কালার, মোট ১৩২০টি ভেজাল Sarf excel ডিটারজেন্ট পাউডারের মিনি প্যাকেট, যার প্রতি প্যাকেটের ওজন ২০ গ্রাম করে ২৬ কেজি ৪০০ গ্রাম, ভেজাল এর প্রস্তুতকৃত মিশ্রিত পাউডার ৪ বস্তা, প্রতিটি বস্তায় ২৫ কেজি করে সর্ব মোট ছয় লক্ষ টাকা মূল্যের ভেজাল ও নকল প্রসাধনীসহ আসামী বিচিত্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে।