Dhaka ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বালু চাতাল ধসে নিহত ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৮৯ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া গ্রামের পদ্মা নদীর পাড়ে বালু চাতাল ধসে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন একই ইউনিয়নের দয়ালনগর গ্রামের হালিম শেখের ছেলে আব্দুর রহিম শেখ, জৌকুরা গ্রামের গেদার শেখের ছেলে ভেকু চালক মারুফ শেখ ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহিষখোলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে ট্রাক চালক ইমরান সরদার। এদের মধ্যে নিহত আব্দুর রহিম শেখ বালু চাতাল মালিক হান্নান শেখের বড় ভাই। রাতেই রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, জৌকুরা ঘাট এলাকায় হান্নান শেখের একটি বালুর চাতাল রয়েছে। রাতে  চাতাল থেকে ট্রাকে বালু ভর্তি করা হয়। পরে ত্রিপল দেওয়ার সময় চাতালের উপর থেকে ভেকুসহ বালু ধসে ট্রাকের উপর পড়ে। এতে তিনজনই বালুতে চাপা পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজি জানান, অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক। একেকটি বালুর চাতাল ২০ থেকে ৩০ ফুট উচ্চতার। নিচ থেকে বালু আনলোড করার কারণে এ ঘটনা ঘটেছে। বালু লোড আনলোড করার সময় সবারই সতর্ক থাকা দরকার।

বালু চাতালের মালিক আব্দুল হান্নান শেখের মোবাইল ফোনে কল করা হলে তার স্ত্রী শিল্পী খাতুন ফোন রিসিভ করে জানান, তার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ। বালু চাপায় তার ভাসুর নিহত হওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়েছেন।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। তিনজনের মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সবার লাশ হস্তান্তর করা হয়েছে। তবে, তিনজন নিহতের ঘটনায় কারও কোনো গাফিলতি আছে কীনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বালু চাতাল ধসে নিহত ৩

প্রকাশের সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

 রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া গ্রামের পদ্মা নদীর পাড়ে বালু চাতাল ধসে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন একই ইউনিয়নের দয়ালনগর গ্রামের হালিম শেখের ছেলে আব্দুর রহিম শেখ, জৌকুরা গ্রামের গেদার শেখের ছেলে ভেকু চালক মারুফ শেখ ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহিষখোলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে ট্রাক চালক ইমরান সরদার। এদের মধ্যে নিহত আব্দুর রহিম শেখ বালু চাতাল মালিক হান্নান শেখের বড় ভাই। রাতেই রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, জৌকুরা ঘাট এলাকায় হান্নান শেখের একটি বালুর চাতাল রয়েছে। রাতে  চাতাল থেকে ট্রাকে বালু ভর্তি করা হয়। পরে ত্রিপল দেওয়ার সময় চাতালের উপর থেকে ভেকুসহ বালু ধসে ট্রাকের উপর পড়ে। এতে তিনজনই বালুতে চাপা পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজি জানান, অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই দুঃখজনক। একেকটি বালুর চাতাল ২০ থেকে ৩০ ফুট উচ্চতার। নিচ থেকে বালু আনলোড করার কারণে এ ঘটনা ঘটেছে। বালু লোড আনলোড করার সময় সবারই সতর্ক থাকা দরকার।

বালু চাতালের মালিক আব্দুল হান্নান শেখের মোবাইল ফোনে কল করা হলে তার স্ত্রী শিল্পী খাতুন ফোন রিসিভ করে জানান, তার স্বামী কয়েকদিন ধরে অসুস্থ। বালু চাপায় তার ভাসুর নিহত হওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়েছেন।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। তিনজনের মৃত্যুর বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সবার লাশ হস্তান্তর করা হয়েছে। তবে, তিনজন নিহতের ঘটনায় কারও কোনো গাফিলতি আছে কীনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।