রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা, আটক ১
স্টাফ রিপোর্টার \
- প্রকাশের সময় : ০৬:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১১১৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন শেখ সবুজকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বাবা শামসুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মোস্তফা নামে একজনকে আটক করেছে। মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, ছাত্রলীগ নেতা সবুজ হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ব্যবসায়ীক অন্তর্দ্ব›দ্ব নিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামে নিজ বাড়িতে একদল দুর্র্বৃত্ত জানালা দিয়ে গুলি করে সবুজকে হত্যা করে।
Tag :