রাজবাড়ীতে গণহত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১১৩০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী শহরতলীর লোকোশেড বধ্যভ‚মিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ। আলোচনা শেষে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
Tag :