পাংশায় নিখোঁজের ২ দিন পর প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন
নিখোঁজের দুই দিন পর শুক্রবার রাত আটটার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চর থেকে আফজাল খা নামে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে।
মৃত আফজালের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আফজাল মানসিক প্রতিবন্ধী ছিল। গত ২২ মার্চ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ। শুক্রবার সন্ধ্যার দিকে হাবাসপুর চরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, মৃত কিশোরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য শনিবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tag :