চড়ুইভাতি
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১১১৫ জন সংবাদটি পড়েছেন
ওরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে চাল, ডাল, লবণ, তেল, চাল, আলু, ডিম এনে স্কুলে চড়ুইভাতি করছে। নিজেরাই রান্না করেছে খিচুরি, ডিম। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উৎসাহ জুগিয়েছেন। বুধবার রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ চুড়ইভাতি অনুষ্ঠিত হয়। নিজেরা রান্না করতে পেরে খুব খুশী ছাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ বাটনা বাটছে। কেউ তরকারি বানাচ্ছে। কেউ উনুন জ¦ালাচ্ছে। শিক্ষকরা মাঝে মধ্যে এসে দেখছেন তাদের রান্না। তাদের মধ্যে দারুন এক উৎসাহ।
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, এটি পাঠ্যক্রমের একটি অংশ। ছোটবেলা থেকে গৃহস্থালি কাজ শেখা সবারই প্রয়োজন। বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে ছাত্রীরা এটি করে থাকে। যার রান্না ভালো হবে তাকে ভালো নম্বরও দেওয়া হয়।
Tag :