ঠিকাদারের কাছে চাঁদা দাবি
গোয়ালন্দে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৯:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / 176
বিদ্যালয়ের ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগে রোববার সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতাশরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগৎপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে ও পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গোয়ালন্দ এলজিইডি সূত্র জানায়, ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলার বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ চলছে। দরপত্রের মাধ্যমে প্রায় ছয় মাস আগে ঢাকার মেসার্স অমি ইন্টারন্যাশনাল কাজ পায়। চারতলা ফাউন্ডেশনের ভিত্তিতে তিনতলা পর্যন্ত কাজ করার কথা রয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ জানান, গত বছরের অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে। তখন থেকেই কাজের দায়িত্বে থাকা কারিগরি ব্যবস্থাপক রবিউল ইসলামের কাছে বারবার শরীফুল ইসলাম চাঁদা দাবি করে আসছিলেন। ‘রোববার রবিউল ইসলামের সঙ্গে আমি স্কুলে গেলে তিনটি মোটরসাইকেলে শরীফুলসহ ছয়জন আসে। মাথায় পিস্তল ঠেকিয়ে আমাদের কাছে ৩ লাখ টাকার পাশাপাশি দৈনিক ১ হাজার করে টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করার হুমকি দেন। এরপর ওইদিন বিকেলে স্থানীয় পেশকার এলাকায় আমাদের ওপর হামলা চালায় তারা। পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ‘খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরীফুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বাদী হয়ে রাতে শরীফুলসহ ছয়জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘ছাত্রলীগ কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। শরীফুলের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’