দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল
- প্রকাশের সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / 148
ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল । যেকারণে ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহন শ্রমিকরা।
দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব ক্রমশঃ বেড়ে পদ্মা বক্ষে কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এসময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাটক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়ে। কনকনে শীতে তাদেরকে নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডবিøউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মা নদী পাড়ের অপেক্ষায় কিছু গাড়ি আটকা পড়েছে। অনবরত ফেরি সার্ভিসের মাধ্যমে শীগগীরই আটকে পড়া এসব গাড়ি পার করা হবে।