Dhaka ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক ঘন্টার জন্য ইউএনও’র চেয়ারে স্কুলছাত্রী ফারজানা

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 150

রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করলেন স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫)। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ দায়িত্ব পালন করেন।

ফারজানা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাষ্টার পাড়া গ্রামেরা রবিন শেখের মেয়ে। সে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।

কিশোর বয়সেই জীবনের সফলতার আকাঙ্খা তৈরীর লক্ষ্যে প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে। এ সময় ফারজানা বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, কোভিড-১৯ সচেতনতায় ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম একদিন দেশের উন্নয়নে কাজ করবে ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক ঘন্টার জন্য ইউএনও’র চেয়ারে স্কুলছাত্রী ফারজানা

প্রকাশের সময় : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতীকি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করলেন স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫)। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ দায়িত্ব পালন করেন।

ফারজানা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাষ্টার পাড়া গ্রামেরা রবিন শেখের মেয়ে। সে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে।

কিশোর বয়সেই জীবনের সফলতার আকাঙ্খা তৈরীর লক্ষ্যে প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে। এ সময় ফারজানা বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, কোভিড-১৯ সচেতনতায় ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম একদিন দেশের উন্নয়নে কাজ করবে ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান।