Dhaka ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কেকেএস ওয়াই মুভস প্রকল্পের মতবিনিময় সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১৪১১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ কর্মজীবী কল্যাণ সংস্থা ও প্লান ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে বুধবার সকালে রাজবাড়ী শহরের কর্মজীবী কল্যাণ সংস্থা কার্যালয়ে ওয়াই মুভস প্রকল্পের আওতায় শিশু অধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা।

সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনুমুন, কর্মজীবী কল্যাণ সংস্থার সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক আক্তারুজ্জামান, এনজিও কর্মকর্তা জামিল চৌধুরী স্বপন, বাধন বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াই মুভস প্রকল্পের কর্মকর্তা পথিক পাল।

বক্তারা বলেন, ‘স্কুল ইউনিফর্ম পরে ব্যাগের ভেতর মাদক পাচার করছে শিক্ষার্থীরা। মাদক ব্যবসায়ীরা তাদের ছেলেদের জীবন অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়ায় এভাবেই দিন দিন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে কোমলমতি শিশুরা।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা জানায়, যৌনপল্লীর শিশুরা তাদের অধিকার থেকে  বঞ্চিত  হয়ে আসছে। কোনো প্রতিবাদ করলে তাদের নানাভাবে নির্যাতন করা হয়। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এর থেকে তাদেরকে উদ্ধারের দাবি জানায় তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেকেএস ওয়াই মুভস প্রকল্পের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ কর্মজীবী কল্যাণ সংস্থা ও প্লান ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে বুধবার সকালে রাজবাড়ী শহরের কর্মজীবী কল্যাণ সংস্থা কার্যালয়ে ওয়াই মুভস প্রকল্পের আওতায় শিশু অধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা।

সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনুমুন, কর্মজীবী কল্যাণ সংস্থার সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক আক্তারুজ্জামান, এনজিও কর্মকর্তা জামিল চৌধুরী স্বপন, বাধন বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াই মুভস প্রকল্পের কর্মকর্তা পথিক পাল।

বক্তারা বলেন, ‘স্কুল ইউনিফর্ম পরে ব্যাগের ভেতর মাদক পাচার করছে শিক্ষার্থীরা। মাদক ব্যবসায়ীরা তাদের ছেলেদের জীবন অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়ায় এভাবেই দিন দিন মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে কোমলমতি শিশুরা।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা জানায়, যৌনপল্লীর শিশুরা তাদের অধিকার থেকে  বঞ্চিত  হয়ে আসছে। কোনো প্রতিবাদ করলে তাদের নানাভাবে নির্যাতন করা হয়। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এর থেকে তাদেরকে উদ্ধারের দাবি জানায় তারা।