রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে টেনিস টুর্নামেন্ট

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১১৩৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিন ব্যাপী আন্তঃবিভাগীয় লন টেনিস টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে টুর্নামেন্টের শুখ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন প্রমুখ। দুই দিন ব্যাপী এ টুর্নামেন্টে দেশের ১৪টি জেলার ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
Tag :