বসতঘরে হামলা মারধর, প্রতিবাদে রাস্তায় নামলো হিজড়ারা

- প্রকাশের সময় : 07:01:33 pm, Saturday, 13 March 2021
- / 1180 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌন প্রতিবন্ধী (হিজড়া) দের উপর হামলার প্রতিবাদে শনিবার রাজবাড় শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী, ফরিদপুর ও মধুখালী উপজেলার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির ব্যানারে রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
এসময় বক্তৃতা করেন গোয়ালন্দের মাহিয়া মাহি, চায়না, ফরিদপুরের নিশিতা নিশি, মধুখালীর পাপিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দৌলতদিয়ার সোহেল মন্ডল, মাসুসহ আট দশজন দুর্বৃত্ত তাদের বসতঘরে ঢুকে বেধরক মারপিট করেছে। তাদেরকে হুমকি দিয়েছে মেরে পদ্মায় ভাসিয়ে দেবে। এমনিতেই সমাজ আমাদের ভালো চোখে দেখেনা। প্রতিনিয়তই লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়। কিন্তু আমাদেরও তো স্বাভাবিক চলাফেরার অধিকার আছে। আমরা ওই দুর্বৃত্তদের শাস্তি চাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।