বালিয়াকান্দিতে আওয়ামী মৎস্যজীবি লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৩৬৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ মৎস্যজীবি লীগের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বালিয়াকান্দি বাসষ্ট্যান্ড সাধন হাকিম ভবনে উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ ফয়জুর রহমান বাচ্চু ও সদস্য সচিব মোঃ খলিলুর রহমান খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম মন্টু, সাধারণ সম্পাদক এম. ইমরুল আহসান পুলক, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল কুমার বসু, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য মঈনুল হাকিম প্রমুখসহ জেলা মৎস্যজীবি লীগের বিভিন্ন নেতাকর্মীরা। পরে ইউনিয়ন মৎস্যজীবি লীগের কমিটি গঠন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।