Dhaka 8:02 pm, Monday, 27 March 2023

রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:26:29 pm, Sunday, 28 February 2021
  • / 1187 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী শহরের ভবানীপুর রেল কলোনী এলাকা থেকে শনিবার রাতে যৌতুক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে সদর উপজেলার ধুঞ্চি গ্রামের সালাম হোসেনের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই  হিরন কুমার বিশ^াস জানান, যৌতুক নিরোধ আইনে বাদী কাকন আক্তার কাকলীর দায়ের করা মামলায় রাজবাড়ী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাবনী আক্তার ২০১৯ সালের ২৬ আগস্ট তারিখে আসামি হৃদয় হোসেনকে দেড় বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড  প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিল হৃদয়। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : 07:26:29 pm, Sunday, 28 February 2021

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী শহরের ভবানীপুর রেল কলোনী এলাকা থেকে শনিবার রাতে যৌতুক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে সদর উপজেলার ধুঞ্চি গ্রামের সালাম হোসেনের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই  হিরন কুমার বিশ^াস জানান, যৌতুক নিরোধ আইনে বাদী কাকন আক্তার কাকলীর দায়ের করা মামলায় রাজবাড়ী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাবনী আক্তার ২০১৯ সালের ২৬ আগস্ট তারিখে আসামি হৃদয় হোসেনকে দেড় বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড  প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিল হৃদয়। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।