কালুখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:14:48 pm, Wednesday, 24 February 2021
- / 1171 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার শারীরিক প্রতিবন্ধী ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের রাজবাড়ী শাখার কর্মকর্তা ডা. নাসির উদ্দিন আহম্মেদ। এ উপলক্ষে এক আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন ডা.মোহাম্মদ গোলাম নবী, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ম্যারেজার আবু সোলাইমান, মো. আমজাদ আলী মাস্টার, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরদার প্রমুখ।
Tag :