পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
- প্রকাশের সময় : ০৯:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৪৮২ জন সংবাদটি পড়েছেন
রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী পাংশা পৌরসভার মেয়র এবং ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। ২২ ফেব্রুয়ারি সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয়েছে। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান তাদের শপথবাক্য পাঠন করান। এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার আজ পৌর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। পরে একই অনুষ্ঠানে রাজবাড়ীর পাংশা পৌরসভার ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন পুরুষ কাউন্সিলর শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শপথ বজায় রেখে আগামী দিনে স্থানীয় সরকারের প্রতিটি ক্ষেত্রে পরিচালনা করতে হবে। রাগের বশবর্তী হয়ে কখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
রাষ্ট্রীয় সেবা ও সামাজিক সুযোগ-সুবিধাসহ অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই নাগরিকদের আশা পূরণ করা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের তাদের পাশে থাকতে হবে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলার প্রতি আপনাদের সর্বদা অনুগত থাকতে হবে। কোনোভাবে জনবিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এ সময় আগামীতে সবাইকে প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান বিভাগীয় কমিশনার। পাংশার নব-নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের এই শপথগ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
গত ৩০ জানুয়ারি পৌর নির্বাচনের তৃতীয় দফায় রাজবাড়ীর পাংশা অঞ্চলের এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।