Dhaka ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে নারীকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২৭৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে নাজমা বেগম নামে মধ্যবয়সী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের কাশমিয়া বিলপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানার পুলিশ। তিনি একই ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক শেখের মেয়ে। স্বামী পরিত্যক্তা নাজমা ঢাকার একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নাজমার দুটি বিয়ে হয়েছিল। একজনের নাম বিল্লাল শেখ। অপরজনের নাম মোহম্মদ মকিম। তবে কারো সঙ্গেই তিনি থাকতেন না। গার্মেন্টে চাকরীর সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ১০ দিন আগে তিনি কুষ্টিয়াডাঙ্গী গ্রামে বাবার বাড়ি আসেন।

নিহতের ছেলে রনজু শেখ জানান, গত শনিবার তার মা পাংশার বাগদুলি গ্রামে খালা বাড়ি যান। রোববার থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে কাশমিয়া বিলপাড়ে তার মায়ের লাশ পড়ে আছে বলে জানতে পারেন।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। এ থেকে ধারণা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে সে খুন হয়ে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নারীকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে নাজমা বেগম নামে মধ্যবয়সী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার মাজবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের কাশমিয়া বিলপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানার পুলিশ। তিনি একই ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক শেখের মেয়ে। স্বামী পরিত্যক্তা নাজমা ঢাকার একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নাজমার দুটি বিয়ে হয়েছিল। একজনের নাম বিল্লাল শেখ। অপরজনের নাম মোহম্মদ মকিম। তবে কারো সঙ্গেই তিনি থাকতেন না। গার্মেন্টে চাকরীর সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ১০ দিন আগে তিনি কুষ্টিয়াডাঙ্গী গ্রামে বাবার বাড়ি আসেন।

নিহতের ছেলে রনজু শেখ জানান, গত শনিবার তার মা পাংশার বাগদুলি গ্রামে খালা বাড়ি যান। রোববার থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে কাশমিয়া বিলপাড়ে তার মায়ের লাশ পড়ে আছে বলে জানতে পারেন।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। এ থেকে ধারণা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে সে খুন হয়ে থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।