রাজবাড়ীতে ৪ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৪৪৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ॥ রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে কাজী হেদায়েত হোসেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শনিবার রাতে শেষ হয়েছে। চারদিন ব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশ ওপেন, বাংলাদেশ ওপেন সিঙ্গেল ও ডাবল, বাংলাদেশ ওপেন নন র্যাঙ্কিং এ চারটি গ্রুপে মোট ১১০টি দল অংশগ্রহণ করে। সকল গ্রুপের ফাইনাল শেষে রাত ১২টার দিকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রাজবাড়ী ফুটবল ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য অহিদুজ্জামান রাজ প্রমুখ।