বালিয়াকান্দিতে সরস্বতি পূজা অনুষ্ঠিত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:17:15 pm, Tuesday, 16 February 2021
- / 1145 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥বিদ্যার দেবীর আরাধনায় যথাযোগ্য ভাবগার্ম্ভিয্যের মধ্য দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বরসতি পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় কক্ষে স্বরসতি পুজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল মাজেদ, শিক্ষক কল্পনা রানী দাস, শৈব্যা সমাদ্দার, স্বরসতি রানী দে, অখিল কুমার কুন্ডু, অখিল সমাদ্দারসহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিদ্যার দেবী স্বরসতির কাছে বিদ্যার প্রার্থনা করে অনুষ্ঠিত হয় পুজার আনুষ্ঠানিকতা।
Tag :