রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে ২ শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:30:28 pm, Saturday, 6 February 2021
- / 1341 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম ও বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক খন্দকার তাহিরা হাসান স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল শনিবার কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় বক্তৃতা করেন অধ্যক্ষ দিলীপ কুমার কর, উপাধ্যক্ষ এ কে এম ইকরামুল করিম, সম্পাদক সেলিনা আক্তার, সহযোগী অধ্যাপক শওকত আলী মোল্লা, শাহনেওয়াজ পারভেজ, জিহাদ আনসারী, সামসুজ্জামান সুমন, আহসান হাবীব, মাসুদুজ্জামান, রশীদ মন্ডল, খন্দকার তাহিরা হাসানের মেয়ে আনান, তাহিরা হাসানের স্বামী মোঃআজাদ হাসান, দেবর মুরাদ হাসান, মোঃ রেজাউল করিম এর মেয়ে দোলা প্রমুখ।
Tag :