Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামপুরে বসতবাড়ীতে হামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১২১৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামের দরিদ্র মোঃ আতিয়ার রহমানের বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে।

ইসলামপুর ইউনিয়নের ৬৬ নং নারায়ণপুর মৌজার ৫৭৭ খতিয়ানের ১৪৭৭ দাগে ৮.২৫ শতাংশ জমিতে মৃত মাহমুদ আলী ব্যাপারীর ছেলে মোঃ আতিয়ার রহমান স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতে থাকে। সম্প্রতি শেকাড়া গ্রামের ঝড়ু শেখের ছেলে ওসমান শেখ (৪০), মোঃ রফিক শেখের ছেলে মোঃ রইচ শেখ (৩৫) ও মোঃ হুজা শেখের ছেলে মোঃ ইদ্রিস শেখ (৩৬) আতিয়ার হোসেনের বাড়ী উচ্ছেদের পাঁয়তারা করে । এ কারণে গত ৩ ফেব্রুয়ারী বালিয়াকান্দি থানায় একটি আবেদন করে। পুলিশ পদক্ষেপ গ্রহণ করার আগেই গত ৪ ফেব্রুয়ারী বিকালে প্রভাবশালী ওসমান শেখ বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকদের এনে আতিয়ারের বসত বাড়ীতে ভাংচুর চালায় এবং বাড়ীতে থাকা মহিলাদের প্রাণনাশের হুমকি দেয়।

তারা আরো জানিয়েছেন, মৃত মাহমুদ ব্যাপারীর ছেলে ইসমাইল তার নামের জমি স্ত্রী লাকি বেগম এর নামে রেজিষ্ট্রি করে দেয়। এরপর থেকেই লাকি বেগম তার ভাসুরদের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। সময়ে অসময়ে আতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে লাকি। তাতে কোন ফল না হলে বাড়ীর জমি বিক্রি করার ঘোষনা দেন। এরপর বাড়ীর জমি দেখিয়ে বায়নানামা রেজিষ্ট্রির মাধ্যমে একজন লোকের নিকট থেকে টাকা গ্রহণ করে লাকি। কিন্তু জমি রেজিষ্ট্রি ও দখল বুঝিয়ে না দিয়ে গোপনে শেকাড়া গ্রামের ঝড়ু শেখের বিদেশ প্রবাসী ছেলে মোঃ ওসমান শেখের নিকট বিক্রি করে। জমিটি নিয়ে বাটোয়ারা মামলা হয় রাজবাড়ী বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা নং ২৩৮/২০১৫। দীর্ঘদিন শুনানীর পর আতিয়ারের পক্ষে আদালত রায় দেন। সেই রায়কে উপেক্ষা করে বৃহস্পতিবার বিকালে লাকি বেগমের উপস্থিতিতে পার্শ¦বর্তী ইউনিয়নের সদস্যসহ মদাপুর, বহরপুর ও ঘোড়ামারা থেকে লোকজন নিয়ে এসে ওসমান ভুক্তভোগী আতিয়ার ব্যাপারীর বাড়ীতে ব্যাপক তান্ডব চালায়। এসময় তারা প্রকাশ করে আজ কেউ বাধা দিতে এলে খুন করা হবে।

অভিযুক্ত শেকাড়া গ্রামের প্রবাস ফেরৎ মোঃ ওসমান শেখ বলেন, আমি দীর্ঘদিন আগে ইসমাইলের স্ত্রী লাকি বেগমের নিকট থেকে সাবকবলা করে জমি ক্রয় করি। কিন্তু দখল বুঝে পাচ্ছিলাম না। আতিয়ার মামলাও করে তবে রায় হয়েছে কিনা জানা নাই। আমি আমার জমির দখল বুঝিয়ে দিতে লাকিকে বললে তিনি গত বৃহস্পতিবার বিকালে লাকি বেগম আমার জমি বুঝিয়ে দিতে সেখানে থাকা বেড়া সড়িয়ে দেন। আমি সেখানে দোকান ঘর নির্মাণ করি। তবে বাইরে থেকে লোক ভাড়া করা হয়েছে বলে যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। এই জমি আগে কারো কাছে বিক্রি করা হয়েছে কিনা তা জানিনা। আর হয়ে থাকলে সেটা আমার জানার নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামপুরে বসতবাড়ীতে হামলা

প্রকাশের সময় : ০৭:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামের দরিদ্র মোঃ আতিয়ার রহমানের বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে।

ইসলামপুর ইউনিয়নের ৬৬ নং নারায়ণপুর মৌজার ৫৭৭ খতিয়ানের ১৪৭৭ দাগে ৮.২৫ শতাংশ জমিতে মৃত মাহমুদ আলী ব্যাপারীর ছেলে মোঃ আতিয়ার রহমান স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতে থাকে। সম্প্রতি শেকাড়া গ্রামের ঝড়ু শেখের ছেলে ওসমান শেখ (৪০), মোঃ রফিক শেখের ছেলে মোঃ রইচ শেখ (৩৫) ও মোঃ হুজা শেখের ছেলে মোঃ ইদ্রিস শেখ (৩৬) আতিয়ার হোসেনের বাড়ী উচ্ছেদের পাঁয়তারা করে । এ কারণে গত ৩ ফেব্রুয়ারী বালিয়াকান্দি থানায় একটি আবেদন করে। পুলিশ পদক্ষেপ গ্রহণ করার আগেই গত ৪ ফেব্রুয়ারী বিকালে প্রভাবশালী ওসমান শেখ বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকদের এনে আতিয়ারের বসত বাড়ীতে ভাংচুর চালায় এবং বাড়ীতে থাকা মহিলাদের প্রাণনাশের হুমকি দেয়।

তারা আরো জানিয়েছেন, মৃত মাহমুদ ব্যাপারীর ছেলে ইসমাইল তার নামের জমি স্ত্রী লাকি বেগম এর নামে রেজিষ্ট্রি করে দেয়। এরপর থেকেই লাকি বেগম তার ভাসুরদের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। সময়ে অসময়ে আতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে লাকি। তাতে কোন ফল না হলে বাড়ীর জমি বিক্রি করার ঘোষনা দেন। এরপর বাড়ীর জমি দেখিয়ে বায়নানামা রেজিষ্ট্রির মাধ্যমে একজন লোকের নিকট থেকে টাকা গ্রহণ করে লাকি। কিন্তু জমি রেজিষ্ট্রি ও দখল বুঝিয়ে না দিয়ে গোপনে শেকাড়া গ্রামের ঝড়ু শেখের বিদেশ প্রবাসী ছেলে মোঃ ওসমান শেখের নিকট বিক্রি করে। জমিটি নিয়ে বাটোয়ারা মামলা হয় রাজবাড়ী বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা নং ২৩৮/২০১৫। দীর্ঘদিন শুনানীর পর আতিয়ারের পক্ষে আদালত রায় দেন। সেই রায়কে উপেক্ষা করে বৃহস্পতিবার বিকালে লাকি বেগমের উপস্থিতিতে পার্শ¦বর্তী ইউনিয়নের সদস্যসহ মদাপুর, বহরপুর ও ঘোড়ামারা থেকে লোকজন নিয়ে এসে ওসমান ভুক্তভোগী আতিয়ার ব্যাপারীর বাড়ীতে ব্যাপক তান্ডব চালায়। এসময় তারা প্রকাশ করে আজ কেউ বাধা দিতে এলে খুন করা হবে।

অভিযুক্ত শেকাড়া গ্রামের প্রবাস ফেরৎ মোঃ ওসমান শেখ বলেন, আমি দীর্ঘদিন আগে ইসমাইলের স্ত্রী লাকি বেগমের নিকট থেকে সাবকবলা করে জমি ক্রয় করি। কিন্তু দখল বুঝে পাচ্ছিলাম না। আতিয়ার মামলাও করে তবে রায় হয়েছে কিনা জানা নাই। আমি আমার জমির দখল বুঝিয়ে দিতে লাকিকে বললে তিনি গত বৃহস্পতিবার বিকালে লাকি বেগম আমার জমি বুঝিয়ে দিতে সেখানে থাকা বেড়া সড়িয়ে দেন। আমি সেখানে দোকান ঘর নির্মাণ করি। তবে বাইরে থেকে লোক ভাড়া করা হয়েছে বলে যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। এই জমি আগে কারো কাছে বিক্রি করা হয়েছে কিনা তা জানিনা। আর হয়ে থাকলে সেটা আমার জানার নয়।