Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাউন্সিলর পদে নির্বাচিত যারা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • / ১৩৭১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা- ১নং ওয়ার্ডে মোঃ সোহরাব মন্ডল (পানির বোতল) ১২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী জিয়াউর রহমান (ডালিম মার্কা) ৬০৩ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে মোঃ মোঃ মোতালেব মোল্লা  (ডালিম ) ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ রবিউল ইসলাম বাবু  (পাঞ্জাবী মার্কা ) ৪৭৪  ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন খান (উট পাখি মার্কা ) ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ তাজুল ইসলাম  (টেবিল ল্যাম্প মার্কা) ৫৬৮ ভোট পেয়েছেন।  ৪ নং ওয়ার্ডে গোবিন্দ কুন্ডু (ব্রিজ মার্কা ) ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ রাজিবুল (পানির বোতল মার্কা) ২৭৩ ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম  (উট পাখি মার্কা) ) ১৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী প্রার্র্থী আব্দুল আলীম (পানির বোতল ) ৮৪৯ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে মোঃ বাদশা মন্ডল (পাঞ্জাবী মার্কা ) ১০৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ কোরবান আলী চৌধুরী  (ডালিম মার্কা) ৫৯৯ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে খোন্দকার মাহবুব হোসেন রিপন (উট পাখি মার্কা ) ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ আবুল হোসেন শেখ (টেবিল ল্যাম্প মার্কা) ৬৪৬ ভোট পেয়েছেন। ৮ নং ওয়ার্ডে মোঃ ওদুদ সরদার  (ডালিম পাখি মার্কা) ১৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী আল মাসুদ  (উটপাখি মার্কা) ৪০৪ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে মোঃ চাদ আলী সরদার  (পানির বোতল মার্কা ) ১০৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী আব্দুল ওহাব ডালিম মার্কা) ৪৩৩ ভোট পেয়েছেন।

সংরক্ষিত কাউন্সিলর ৩ জনই নতুন:  সংরক্ষিত মহিলা আসন-০১ ( ১,২,৩) নং ওয়ার্ডে মোছাঃ লাইলী বেগম (আনারস মার্কা) ২১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী মমতাজ বেগম (চশমা) ১৬৮৭ ভোট পেয়েছেন।  সংরক্ষিত মহিলা আসন-০২ ( ৪,৫,৬) নং ওয়ার্ডে মোছাঃ জেসমিন আক্তার  (চশমা মার্কা) ২৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী জোসনা বেগম (টেলিফোন) ১৪০০ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসন-০৩ ( ৭,৮,৯ নং ওয়ার্ডে সেফালী বেগম (চশমা মার্কা) ৩৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী  দূগা রানী পাল  (আনারস) ১২৬৪ ভোট পেয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাউন্সিলর পদে নির্বাচিত যারা

প্রকাশের সময় : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা- ১নং ওয়ার্ডে মোঃ সোহরাব মন্ডল (পানির বোতল) ১২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী জিয়াউর রহমান (ডালিম মার্কা) ৬০৩ ভোট পেয়েছেন। ২ নং ওয়ার্ডে মোঃ মোঃ মোতালেব মোল্লা  (ডালিম ) ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ রবিউল ইসলাম বাবু  (পাঞ্জাবী মার্কা ) ৪৭৪  ভোট পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন খান (উট পাখি মার্কা ) ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ তাজুল ইসলাম  (টেবিল ল্যাম্প মার্কা) ৫৬৮ ভোট পেয়েছেন।  ৪ নং ওয়ার্ডে গোবিন্দ কুন্ডু (ব্রিজ মার্কা ) ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ রাজিবুল (পানির বোতল মার্কা) ২৭৩ ভোট পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম  (উট পাখি মার্কা) ) ১৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী প্রার্র্থী আব্দুল আলীম (পানির বোতল ) ৮৪৯ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ডে মোঃ বাদশা মন্ডল (পাঞ্জাবী মার্কা ) ১০৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ কোরবান আলী চৌধুরী  (ডালিম মার্কা) ৫৯৯ ভোট পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে খোন্দকার মাহবুব হোসেন রিপন (উট পাখি মার্কা ) ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী মোঃ আবুল হোসেন শেখ (টেবিল ল্যাম্প মার্কা) ৬৪৬ ভোট পেয়েছেন। ৮ নং ওয়ার্ডে মোঃ ওদুদ সরদার  (ডালিম পাখি মার্কা) ১৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী আল মাসুদ  (উটপাখি মার্কা) ৪০৪ ভোট পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে মোঃ চাদ আলী সরদার  (পানির বোতল মার্কা ) ১০৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্র্থী আব্দুল ওহাব ডালিম মার্কা) ৪৩৩ ভোট পেয়েছেন।

সংরক্ষিত কাউন্সিলর ৩ জনই নতুন:  সংরক্ষিত মহিলা আসন-০১ ( ১,২,৩) নং ওয়ার্ডে মোছাঃ লাইলী বেগম (আনারস মার্কা) ২১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী মমতাজ বেগম (চশমা) ১৬৮৭ ভোট পেয়েছেন।  সংরক্ষিত মহিলা আসন-০২ ( ৪,৫,৬) নং ওয়ার্ডে মোছাঃ জেসমিন আক্তার  (চশমা মার্কা) ২৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী জোসনা বেগম (টেলিফোন) ১৪০০ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসন-০৩ ( ৭,৮,৯ নং ওয়ার্ডে সেফালী বেগম (চশমা মার্কা) ৩৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধী  দূগা রানী পাল  (আনারস) ১২৬৪ ভোট পেয়েছেন।