রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:36:20 pm, Thursday, 28 January 2021
- / 1245 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর ও কালুখালী থানার পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামি কালু কর্মকার, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি আমিরুল ইসলাম ও আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
অপরদিকে কালুখালী উপজেলার মৃগী এলাকা থেকে ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি মানিক মন্ডলকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। তার বাড়ি একই এলাকায়।
গ্রেপ্তারকৃত সব আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :