রাজবাড়ীতে সৃজনশীল পাঠদান বিষয়ক কর্মশালা

- প্রকাশের সময় : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১১৭১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের অংশ হিসেবে শিক্ষা ক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা-৪ অর্জনের লক্ষে বুধবার সৃজনশীল প্রশ্নপত্র তৈরি ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে দক্ষতা অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ, রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে দক্ষতা সম্পন্ন শিক্ষক গড়ে তোলার কোনো বিকল্প নেই।
জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা, গণিত ও বিজ্ঞান বিষয়ের ১২৬ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।