১০ মামলার আসামি শরিফুল হেরোইনসহ গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:23:33 pm, Friday, 22 January 2021
- / 1227 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ শুক্রবার শরিফুল ইসলাম নামে এক যুবককে ৬০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা কাহারপাড়া এলাকার পান্নু সরদারের ছেলে। সে ১০ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, শরিফুলের বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে ্আদালতে চালানের প্রস্তুতি চলছে।
Tag :