Dhaka ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নতুন ঘর পাচ্ছে ৭৬০টি ভূমিহীন পরিবার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / 355

জনতার আদালত অনলাইন ॥ মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলায়  মোট  ৭৬০টি ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্যে ২৩ জানুয়ারি ৬৩১টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ  বেগম।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলায় ১২০টি, পাংশা উপজেলায় একশটি, কালুখালীতে ৪০টি, বালিয়াকান্দিতে ৭০টি এবং গোয়ালন্দে ৪৩০টি মোট ৭৬০টি ঘর নির্মাণের জন্য মোট ব্যয় হয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতিটি ঘরের পেছনে ব্যয় ধরা হয় এক লাখ ৭১ হাজার টাকা। ইতিমধ্যে হস্তান্তরের জন্য ৬৩১টি ঘর পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। বাকীগুলোর কাজ দ্রুতই সম্পন্ন করা হবে। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান। এসময় রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নতুন ঘর পাচ্ছে ৭৬০টি ভূমিহীন পরিবার

প্রকাশের সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলায়  মোট  ৭৬০টি ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্যে ২৩ জানুয়ারি ৬৩১টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ  বেগম।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, রাজবাড়ী সদর উপজেলায় ১২০টি, পাংশা উপজেলায় একশটি, কালুখালীতে ৪০টি, বালিয়াকান্দিতে ৭০টি এবং গোয়ালন্দে ৪৩০টি মোট ৭৬০টি ঘর নির্মাণের জন্য মোট ব্যয় হয়েছে ১২ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতিটি ঘরের পেছনে ব্যয় ধরা হয় এক লাখ ৭১ হাজার টাকা। ইতিমধ্যে হস্তান্তরের জন্য ৬৩১টি ঘর পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। বাকীগুলোর কাজ দ্রুতই সম্পন্ন করা হবে। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান। এসময় রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।