কালুখালীতে ইয়াবাসহ আটক ১

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:30:44 pm, Thursday, 14 January 2021
- / 1263 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার বিকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড বাজার এলাকা থেকে ২৯৫ পিচ ইয়াবাসহ আলহাজ শেখ (১৯), নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন এলাকার খালেক শেখের ছেলে।
র্যাব- ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ২৯৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রির কাজে ব্যবহৃত দুটি সিম কার্ড ও এশটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Tag :