রাজবাড়ী সনাকের সাবেক সভাপতি তাহিরা হাসান আর নেই

- প্রকাশের সময় : 08:09:41 pm, Wednesday, 13 January 2021
- / 1176 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল (৫৭) বুধবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, ্আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাহিরা হাসানের দেবর তৌহিদ হাসান মধু জানান, শ^াসকষ্ট, ইউরিন ইনফেকশনসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার পর লাইফ সাপোর্টে ছিলেন তার ভাবী। পরে করোনায় আক্রান্ত হন। দুদিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার সকাল পৌনে ছয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাবী শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নুরুজ্জামানসহ রাজবাড়ীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।