বালিয়াকান্দিতে গাঁজাসহ গ্রেফতার ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৩২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বালিয়াকান্দি থানার এস,আই ফাইজুর খান, এ,এস,আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে বালিয়াকান্দি উত্তরপাড়া পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ অভিযানে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাউনী গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে কার্তিক মন্ডল (২৮) কে ৫০০গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার এস,আই ফাইজুর খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
Tag :