Dhaka 8:40 pm, Monday, 27 March 2023

দৌলতদিয়া-পাটুরিয়ায় ওয়াই প্যাটার্ন দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:48:29 pm, Monday, 11 January 2021
  • / 1522 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ দৌলতদিয়া-পাটুরিয়ায় ওয়াই প্যাটার্ন দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপি। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, অতি দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত না হলে রাজবাড়ী জেলাসহ ১৪টি জেলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ভীষণ ব্যাহত হবে। অবকাঠামোগত উন্নয়ন না হলে  ভবিষ্যতে এই জনপদ আরও দারিদ্রপীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজবাড়ী জেলার সাথে পাবনা ও উত্তরবঙ্গের যোগাযোগের বিষয়টি বিবেচনায় দ্বিতীয় পদ্মা সেতুটি ওয়াই প্যাটার্ন করা উচিত।

তিনি বলেন, প্রথম পদ্মা সেতুটি চালু হলে রাজবাড়ীসহ এ অঞ্চলের গুরুত্ব কমে যাবে। এর প্রভাব সব মানুষের উপর পড়বে। একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে আমরা এ দাবিতে আন্দোলন করেছি। সংসদেও বলেছি। মূলত তখন থেকেই পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা শুরু হয়। ওই সময় আমাদের প্রচেষ্টার কোনো অভাব ছিলনা।

অপর প্রশ্নের জবাবে বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় রাজনীতির আওতায় পড়ে। আমরা জনগণের মঙ্গলের জন্য রাজনীতি করে বলেই দৌলতদিয়া-পাটুরিয়ায় ওয়াই প্যাটার্ন নকশায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, কে মজিদ বিশ^াস প্রমুখ। রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া-পাটুরিয়ায় ওয়াই প্যাটার্ন দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : 07:48:29 pm, Monday, 11 January 2021

জনতার আদালত অনলাইন॥ দৌলতদিয়া-পাটুরিয়ায় ওয়াই প্যাটার্ন দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপি। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, অতি দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত না হলে রাজবাড়ী জেলাসহ ১৪টি জেলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ভীষণ ব্যাহত হবে। অবকাঠামোগত উন্নয়ন না হলে  ভবিষ্যতে এই জনপদ আরও দারিদ্রপীড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজবাড়ী জেলার সাথে পাবনা ও উত্তরবঙ্গের যোগাযোগের বিষয়টি বিবেচনায় দ্বিতীয় পদ্মা সেতুটি ওয়াই প্যাটার্ন করা উচিত।

তিনি বলেন, প্রথম পদ্মা সেতুটি চালু হলে রাজবাড়ীসহ এ অঞ্চলের গুরুত্ব কমে যাবে। এর প্রভাব সব মানুষের উপর পড়বে। একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে আমরা এ দাবিতে আন্দোলন করেছি। সংসদেও বলেছি। মূলত তখন থেকেই পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা শুরু হয়। ওই সময় আমাদের প্রচেষ্টার কোনো অভাব ছিলনা।

অপর প্রশ্নের জবাবে বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় রাজনীতির আওতায় পড়ে। আমরা জনগণের মঙ্গলের জন্য রাজনীতি করে বলেই দৌলতদিয়া-পাটুরিয়ায় ওয়াই প্যাটার্ন নকশায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে বক্তৃতা করেন সাবেক সাংসদ নাসিরুল হক সাবু, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, কে মজিদ বিশ^াস প্রমুখ। রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।