গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৩০৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন: রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বালিয়াকান্দি থানার এস,আই আঃ মতিন, এ,এস,আই শহিদুল ইসলাম, এ,এস,আই ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ তালপট্রি মাদ্রাসা এলাকার হাকিমের চায়ের দোকানের সামনে রবিবার রাতে অভিযান পরিচালনা করে। এ অভিযানে বালিয়াকান্দি সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের রুস্তম মিয়ার ছেলে আলাউদ্দিন মিয়া (৫২) কে একশত গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ১শত টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার এস,আই আঃ মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।