১১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা
- প্রকাশের সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৩৭২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ একটি প্রতারণা মামলায় আদালতের সাজা থেকে বাঁচতে ১১ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলোনা। মঙ্গলবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমা খাতুন। তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
মাহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিরণ কুমার বিশ^াস জানান, গ্রাম পুলিশে চাকরী দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন নাজমা খাতুন। কিন্তু চাকরী দিতে পারেননি। ওই ব্যক্তি টাকা ফেরত চাইলে ফেরত না দেওয়ায় ২০০৮ সালে নাজমা খাতুনের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে প্রতারণা মামলা করেন। ২০০৯ সালের ২৩ নভেম্বর তারিখে রাজবাড়ী আদালতের তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউথ হাসান আসামি নাজমা খাতুনের অনুপস্থিতিতে দুই বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন চেষ্টার পর মঙ্গলবার রাতে রাজবাড়ী শহরতলীর শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।