রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- প্রকাশের সময় : ০৬:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৩১৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোপিনাথদিয়া এলাকায় ট্রাক চাপায় বাবুল বিশ^াস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজানি গ্রামের আব্দুল লতিফ বিশ^াসের ছেলে। এঘটনায় তার ভাগ্নে সোহাগ বিশ^াস গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ঢাকায় ডাক্তার দেখিয়ে ভাগ্নে সোহাগের সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন সোহাগ জানান, তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি খোয়ার সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুদিকে ছিটকে পড়েন। ওই সময় একটি ট্রাক তার মামাকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তার মামা।
রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।