Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / ১২৪২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুবল কুমার সাহার বাড়ির গ্রীল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা নগদ টাকা স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার  মালামাল নিয়ে গেছে।

ভুক্তভোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুবল কুমার সাহা বলেন, বাড়িতে তার স্ত্রী আরতি রানী সাহা, ছেলে পলাশ কুমার সাহা, পুত্রবধু পিউ সাহা ও নাতী-নাতনী রয়েছে। রোববার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কীভাবে ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছেনা। সোমবার সকালে ঘুম ভেঙে দেখেন বাড়ির গ্রীল ও ঘরে থাকা আলমারীর তালা ভাঙ্গা। আলমারীর ভেতরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ হাজার নগদ টাকা, ছেলের কক্ষ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ১৪ হাজার টাকা খোয়া গেছে। চুরির খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুবল কুমার সাহার বাড়ির গ্রীল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা নগদ টাকা স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার  মালামাল নিয়ে গেছে।

ভুক্তভোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুবল কুমার সাহা বলেন, বাড়িতে তার স্ত্রী আরতি রানী সাহা, ছেলে পলাশ কুমার সাহা, পুত্রবধু পিউ সাহা ও নাতী-নাতনী রয়েছে। রোববার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কীভাবে ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছেনা। সোমবার সকালে ঘুম ভেঙে দেখেন বাড়ির গ্রীল ও ঘরে থাকা আলমারীর তালা ভাঙ্গা। আলমারীর ভেতরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ হাজার নগদ টাকা, ছেলের কক্ষ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ১৪ হাজার টাকা খোয়া গেছে। চুরির খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।