Dhaka ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আরডিএ’র উদ্যোগে রাজবাড়ীতে বিতর্ক কর্মশালা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • / ১৬০৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ যুক্তিবাদী ও বিজ্ঞানমনষ্ক মানুষ গঠনের লক্ষ্যে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী টুটুল, ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ।

দিনব্যাপী বিতর্ক কর্মশালা শেষে দুপুরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শিউলি আফসার ও সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম। অনুুষ্ঠান সঞ্চালনা করেন নিলয় সাহা।

বক্তারা বলেন, বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে মেধা বিকাশে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বাড়ে তার জ্ঞানের পরিধি। সাবলীল কথা বলা, উপস্থাপনায়ও দারুনভাবে সহায়ক বিতর্ক চর্চা। সর্বোপরি একজন মানুষকে যুক্তিবাদী মানুষ হিসেবে গােড় তোলে। একারণে বিতর্ক চর্চার বিকল্প নেই।

 জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরডিএ’র উদ্যোগে রাজবাড়ীতে বিতর্ক কর্মশালা

প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ যুক্তিবাদী ও বিজ্ঞানমনষ্ক মানুষ গঠনের লক্ষ্যে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী টুটুল, ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ।

দিনব্যাপী বিতর্ক কর্মশালা শেষে দুপুরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শিউলি আফসার ও সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম। অনুুষ্ঠান সঞ্চালনা করেন নিলয় সাহা।

বক্তারা বলেন, বিতর্ক চর্চা একজন শিক্ষার্থীকে মেধা বিকাশে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বাড়ে তার জ্ঞানের পরিধি। সাবলীল কথা বলা, উপস্থাপনায়ও দারুনভাবে সহায়ক বিতর্ক চর্চা। সর্বোপরি একজন মানুষকে যুক্তিবাদী মানুষ হিসেবে গােড় তোলে। একারণে বিতর্ক চর্চার বিকল্প নেই।

 জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে।