ডিবির অভিযানে আলীপুরে গাঁজা ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:38:30 pm, Sunday, 29 November 2020
- / 1253 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হালদার পাড়া এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে তিনশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর একই ইউনিয়নের হামিদ সরদারের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগে ৯টি মামলা রয়েছে। মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :