কালুখালীতে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৪৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল বুধবার দিবাগত রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পারকুলা গ্রাম থেকে একটি ওয়ান শুটারগানসহ হারুন অর রশীদ জিল্লুকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মৃত হেদায়েত হোসেনের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জিল্লুকে গ্রেপ্তার ও তার বসতঘর হতে ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। সে একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :