তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির দাবিতে বালিয়াকান্দিতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১২৫৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবিতে শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা ও ডব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি-নারুয়া সড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মো. মোকারম হোসেন হোসেন প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। কর বৃদ্ধি করলে দাম বাড়বে। এতে অনেকেই এটির ব্যবহার থেকে নিজেকে দূরে রাখবে।
Tag :