Dhaka ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 423

জনতার আদালত অনলাইন ॥ রজবাড়ীতে বাবুল হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল সোমবার গভীর রাতে বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আগলাপাড়া গ্রামের কাশেম শেখের ছেলে। রাজবাড়ী জেলা প্রশাসকের বাংলোতে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে বাবুলকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  বাবুল চার বছর আগে পারিবারিকভাবে তানজিলা নামে এক তরুণীকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে আছে। সম্প্রতি রাজবাড়ীর পাংশায় আরেকটি মেয়েকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে খুব অশান্তির মধ্যে ছিলেন বাবুল।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রজবাড়ীতে বাবুল হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল সোমবার গভীর রাতে বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আগলাপাড়া গ্রামের কাশেম শেখের ছেলে। রাজবাড়ী জেলা প্রশাসকের বাংলোতে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে বাবুলকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  বাবুল চার বছর আগে পারিবারিকভাবে তানজিলা নামে এক তরুণীকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে আছে। সম্প্রতি রাজবাড়ীর পাংশায় আরেকটি মেয়েকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে খুব অশান্তির মধ্যে ছিলেন বাবুল।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।