বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবকলীগ নেতার বাসায় দুর্ধর্ষ চুরি
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১২৪৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ঠিকাদার আলমগীর হোসেন মোল্লার বাড়িতে বুধবার রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলা শহরের তালপট্টি এলাকায়।
আলমগীর হোসেন মোল্লা জানান, তার পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে গেছে। বাড়িতে কেউ ছিলনা। বুধবার রাত ১০টার দিকে তিনি বাড়ির মেইন গেটের তালা খুলে ভেতরে ঢুকে দেখেন কলাপসিবল গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে গিয়ে দেখেন সিন্দুকের তালা ভাঙা ও ঘরের মালামাল তছনছ করা। দুর্বৃত্তরা তার সিন্দুক থেকে নগদ আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Tag :