Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে বালু শ্রমিকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / ১২৩২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে চাঁদা না পেয়ে  জামাল সরদার নামে এক বালু শ্রমিকের হাতের আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তাকে শরীরের বিভিন্ন স্থানেও কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের  মেছোঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের বড়চর বেনিনগর গ্রামের বছির সরদারের ছেলে। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত  জামালের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের আঘাত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জামাল সরদার জানান, তিনি মেছোঘাটা এলাকায় একটি বালুর চাতাল  দেখাশোনা  করেন। বেশ কিছুদিন  ধরে এলাকার কয়েক বখাটে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা দিতে অস্বীকার করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে সাত আটজন দুর্বৃত্ত তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন। মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ভুক্তভোগীরা মৌখিকভাবে তাকে জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে বালু শ্রমিকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে চাঁদা না পেয়ে  জামাল সরদার নামে এক বালু শ্রমিকের হাতের আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তাকে শরীরের বিভিন্ন স্থানেও কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের  মেছোঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের বড়চর বেনিনগর গ্রামের বছির সরদারের ছেলে। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত  জামালের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের আঘাত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জামাল সরদার জানান, তিনি মেছোঘাটা এলাকায় একটি বালুর চাতাল  দেখাশোনা  করেন। বেশ কিছুদিন  ধরে এলাকার কয়েক বখাটে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা দিতে অস্বীকার করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে সাত আটজন দুর্বৃত্ত তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন। মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ভুক্তভোগীরা মৌখিকভাবে তাকে জানিয়েছে।