কালুখালীতে দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ৮

- প্রকাশের সময় : 05:54:01 pm, Monday, 9 November 2020
- / 1341 জন সংবাদটি পড়েছেন
জনতরে আদালত অনলাইন ॥ জমি ক্রেতা বিক্রেতাকে হয়রানী, নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার কালুখালী রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলো কালুখালী দলিল লেখক সমিতির সভাপতি বাহারুল ইসলাম, রফিকুল ইসলাম(১), আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম (২), আসাদুজ্জামান ও মোহাম্মদ রোমান। এরা সকলেই দলিল লেখক পেশার সাথে জড়িত। এদের বাড়ি কালুখালী উপজেলার বিভিন্ন গ্রামে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিধি বহির্ভূতভাবে কাজ করা, মানুষকে হয়রানী ও নির্ধারিত রেজিস্ট্রি ফির থেকে বেশি নেয়ার অভিযোগে আটজনকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের কাগজপত্র দেখাতে বলা হয়েছে।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।