পদ্মা নদীর দৌলতদিয়ায় জেলের জালে বিশাল বাগাইড় ও কাতলা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১২৭৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে বিশাল আকৃতির বাগাইড় ও কাতলা মাছ ধরা পড়েছে। শনিবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় ২৭ কেজি ৩ শত গ্রাম ওজনের বাগাইড় ও ১৫ কেজি ওজনের কাতলা মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়ার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শনিবার ভোরে দৌলতদিয়া ঘাটের অদুরে পদ্মা-যমুনা মোহনায় জাল ফেলে স্থানীয় জেলে আব্দুর রহমান। এ সময় তার জালে বাগাইড় মাছটি ধরা পরে। মাছটিকে দৌলতদিয়া ঘাট এলাকায় আনলে এক নজর দেখার জন্য ভীর করে স্থানীরা। পরে আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় মাছটি কিনে বেশি লাভের আশায় ঢাকার কাওরান বাজারে পাঠানো হয়েছে। অপরদিকে একই সময় পদ্মা নদী থেকে ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পরে তার জালে। কাতলা মাছটিকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় কিনে নেন তিনি।
Tag :