গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / 251
জনতার আদালত অনলাইন ॥ বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পড়ে একাডেমীর মিলনায়তনে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহম্মেদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ জামান, জেলা সমবায় অফিসার এএইচএম শহিদুজ্জামান, উপ সজকারী নিবন্ধক আব্দুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে দুটি সমাবায় ও ১ জন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।
Tag :