Dhaka ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জ্যোৎস্না বিলাস

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / ১৪৮৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ পদ্মা নদী এখনও টইটুম্বুর। ভরা পূর্ণিমার চাঁদখানি মেঘের সাথে লুকোচুরি করে বের হয়ে যখন আসে নদীর পানি চিকচিক করে ওঠে। সৌন্দর্যে পরিস্ফুটিত হয়ে ওঠে পদ্মা নদী। নদীবক্ষে এভাবেই জ্যোৎ¯œা বিলাস উপভোগ করেছে সবাই।

রাজবাড়ীর উদ্যমী কয়েক তরুণ শনিবার আয়োজন করে এই জ্যোৎ¯œা বিলাসের। বিকেল সাড়ে চারটায় রাজবাড়ী শহরতলীর সোনাকান্দর পদ্মা নদীর ঘাট থেকে ৬২ জন ভ্রমণ পিপাসু নিয়ে ছাড়ে একটি বড় ট্রলার। পদ্মার ওই পারে মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। প্রায় জনশূন্য গ্রামটিতে মাঠের পরে মাঠ। সেখানে গোধুলিবেলা পর্যন্ত সময় কাটিয়ে পুনরায় চলে নৌভ্রমণ। পশ্চিম আকাশে চাঁদ যখন উঁকি দিয়ে উঠছিল সে দৃশ্য ছিল সত্যিই চমৎকার।

নৌকায় জ্যোৎস্না বিলাসের মাঝে গান বাজনাও অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন ম্যাজিক বাওলিয়ানার শিল্পী সোহেল ভেরো, রাজবাড়ীর শিল্পী আব্দুল জব্বার, সুমন আহমেদ, সঞ্জীব ভৌমিক প্রমুখ।

আয়োজক রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক আহসান হাবীব ও আরডিএ সভাপতি ফারুক উদ্দিন জানান, করোনাকালে মানুষ একরকম বন্দী জীবন যাপন করেছে। পরিস্থিতি কিছুকটা স্বাভাবিক হয়ে আসায় একটু বিনোদনের জন্য তারা এ আয়োজনটি করেছে। পদ্মা নদীতে জ্যোৎ¯œা উপভোগ করতে সবাই পছন্দ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জ্যোৎস্না বিলাস

প্রকাশের সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ পদ্মা নদী এখনও টইটুম্বুর। ভরা পূর্ণিমার চাঁদখানি মেঘের সাথে লুকোচুরি করে বের হয়ে যখন আসে নদীর পানি চিকচিক করে ওঠে। সৌন্দর্যে পরিস্ফুটিত হয়ে ওঠে পদ্মা নদী। নদীবক্ষে এভাবেই জ্যোৎ¯œা বিলাস উপভোগ করেছে সবাই।

রাজবাড়ীর উদ্যমী কয়েক তরুণ শনিবার আয়োজন করে এই জ্যোৎ¯œা বিলাসের। বিকেল সাড়ে চারটায় রাজবাড়ী শহরতলীর সোনাকান্দর পদ্মা নদীর ঘাট থেকে ৬২ জন ভ্রমণ পিপাসু নিয়ে ছাড়ে একটি বড় ট্রলার। পদ্মার ওই পারে মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। প্রায় জনশূন্য গ্রামটিতে মাঠের পরে মাঠ। সেখানে গোধুলিবেলা পর্যন্ত সময় কাটিয়ে পুনরায় চলে নৌভ্রমণ। পশ্চিম আকাশে চাঁদ যখন উঁকি দিয়ে উঠছিল সে দৃশ্য ছিল সত্যিই চমৎকার।

নৌকায় জ্যোৎস্না বিলাসের মাঝে গান বাজনাও অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন ম্যাজিক বাওলিয়ানার শিল্পী সোহেল ভেরো, রাজবাড়ীর শিল্পী আব্দুল জব্বার, সুমন আহমেদ, সঞ্জীব ভৌমিক প্রমুখ।

আয়োজক রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক আহসান হাবীব ও আরডিএ সভাপতি ফারুক উদ্দিন জানান, করোনাকালে মানুষ একরকম বন্দী জীবন যাপন করেছে। পরিস্থিতি কিছুকটা স্বাভাবিক হয়ে আসায় একটু বিনোদনের জন্য তারা এ আয়োজনটি করেছে। পদ্মা নদীতে জ্যোৎ¯œা উপভোগ করতে সবাই পছন্দ করে।