রাজবাড়ীতে যুব ঋণের চেক বিতরণ
- প্রকাশের সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৩৬১ জন সংবাদটি পড়েছেন
“মুজিব বর্ষের অাহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে অালোচনা সভার মাধ্যমে যুব ঋণের চেক ও প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, গবাদিপশুর টিকাদান কর্মসূচি এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর অায়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক দিলসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী–১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির অাব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তররের উপ–পরিচালক গৌতম চন্দ্র দেব, জেলা অাওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএস নওয়াব অালী, অালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমূখ।
এ সময় ২২ জনকে ১২ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষিত যুবদের সনদপত্র দেয়া হয় এবং পড়ে প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।