বালিয়াকান্দিতে নকল ব্যান্ডরোলসহ বিড়ি বিপণনের দায়ে বিক্রয়কর্মীর জরিমানা
- প্রকাশের সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১২৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজু বিড়ির প্যাকেটে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিপণনের দায়ে বৃহস্পতিবার বিক্রয় কর্মী পলাশ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২১ হাজার টাকা মূল্যের ৩০ হাজার বিড়ি জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত পলাশ মোল্লার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এলাকায়। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসএম আবু দারদা জানান, পলাশ মোল্লা বালিয়াকান্দি বাজারের বিভিন্ন দোকানে রাজু বিড়ি বিক্রি করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তাকে আটক করে। বিড়ির প্যাকেটের গায়ে লাগানো ব্যান্ডরোলগুলো নকল। রাজু বিড়ির লাইসেন্স দেখতে চাইলে সে একটি ফটোকপি দেখিয়েছে। কিন্তু সেটিও যথার্থ নয়। একারণে বিড়িগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্যাকেটের গায়ে নকল ব্যান্ডরোল লাগানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রয় কর্মী পলাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।